Written By শৌভিক পাণ্ডা
পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের অনকূল পরিবেশ রয়েছে। সরকার সব সময় রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপনে শিল্পোদ্যোগীদের রাজ্যে আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই রাজ্যের শিল্প বান্ধব পরিস্থিতি তুলে ধরে রাজ্য বিনিয়োগের ডাক দিচ্ছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে এরই মধ্যে বেশ কিছু শিল্পোদ্যোগী সংস্থা এরাজ্যে বিনিয়োগের প্রতিশ্রুতি ও দিয়েছেন। বুধবার এরকমই এক শিল্প সামিটে সামিল এদেশের প্রথম সারির কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কর্তারা। কলকাতার একটি হোটেলে এইচডিএফসি ব্যাঙ্কের উদ্যোগে এক স্পেকট্রামের আয়োজন করা হল। রাজ্যের শিল্প ক্ষেত্রে আরও বিকাশ ঘটাতে এবং শিল্পপতিদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করার ষ্ট্র গুলিকে আরও জোরদার করতে এই বিশেষ স্পেকট্রাম। এই স্পেকট্রামের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় এবং রাজ্যের শিল্প সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে এই শিল্প সামিটে। অপরদিকে, রাজ্যের এই শিল্প বিনিয়োগের সঙ্গে জড়িয়ে আছে কর্ম সংস্থানের বিষয়টি। রাজ্যে বিনিয়োগ হলে নতুন নতুন কর্ম সংস্থানের সুযোগ ঘটবে। সেই প্রেক্ষাপটে দাড়িয়ে এই শিল্প সামিট কী বার্তা দেয় তাই এখন দেখার।