Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার কুলডাঙর গ্রামের দীঘাপুকুরে বৃহস্পতিবার সকালে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষরা। খবর পেয়ে বিষ্ণুপুর থানার রাধানগর থানার পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বৈদ্যনাথ বাস্কে (৬০)। মৃতের বাড়ি গুমুট এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে অসাবধানতাবশত রাস্তার পাশে ওই পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে।