Written By রিয়া মাজি
এই পুজো পড়ল ১৯ বছরে । পুজোর উদ্বোধন করেন বিধায়ক পরেশ পাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজন। বিধায়ক এদিন সবাইকে পুজোর শুভেচ্ছা জানান। পুজোর উদ্বোধনে উপস্থিত চিত্রশিল্পী সাধারণ মানুষকে পুজোর শুভেচ্ছে জানান। এবছর তাঁদের পুজোর থিম আমরা এক একা নই। সব ধর্মের প্রতীককে ব্যবহার করা হয়েছে মণ্ডপে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ধর্ম সমন্বয় ও একতা নিয়ে নিয়ে দু-চার কথা বলেন।