Written By দিপ্তীমান ভট্টাচার্য
নিমতলা ঘাট সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিনের পুজো উদ্বোধনে তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। পুজোর থিম ঘিরে রয়েছে একাধিক ভাবনা যা দেখতে আপনাদের আসতে হবে তাঁদের পুজো মণ্ডপে। এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল বলেন – “এখানকার পুজোয় এসে আমি অভিভূত। এই পুজোর যা বিষয় বৈচিত্র দেখতে পাচ্ছি তা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। দুর্গাপুজো ঘিরে সবাই মিলে মিশে আনন্দে মেতে ওঠেন এই পুজোয় যা খুবই আনন্দের।”