Written By রিয়া মাজি
উল্টোডাঙ্গা জাগরণী সংঘের পুজোর উদ্বোধনে করেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমল চক্রবর্তী। এদিনের পুজো উদ্বোধনে তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। পুজোর থিম ‘অন্তর্দ্বন্দ্ব’। সমাজে ও নানান বিষয়ে অন্তর্দ্বন্দ্বকে তাঁরা মণ্ডপে দেখিয়েছেন নানানভাবে। পুজো উদ্বোধকরা জানান – “এই পুজোর থিম -বিষয় বৈচিত্র খুব প্রয়োজনীয় এখনকার দিনে। সবাই মিলে মিশে আনন্দে মেতে ওঠুন। পুজো খুব আনন্দে কাটুক।”