Written By দেবোপম সরকার
এফ সি ব্লক সার্বজনীন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত পুজো। এই পুজোর উদ্বোধনে করেন শিশু সুরক্ষা দফতরের আধিকারিক অনন্যা চক্রবর্তী। এদিনের পুজো উদ্বোধনে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলার নীলাঞ্জনা মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। পুজোর থিম ‘ছোটা ভীমের রাজ্য ঢোলকপুর।’পুজো উদ্বোধকরা জানান – “এই পুজোর থিম বাচ্চাদের কথা ভেবে বানিয়েছেন উদ্যোক্তারা । সবাই মিলে মিশে আনন্দে মেতে ওঠুন। পুজো খুব আনন্দে কাটুক।”