Written By সরমিন বেগম
অভিযান গান্ধী কলোনী দুর্গোৎসব উদ্বোধনে করেন হাইকোর্টের আইনজীবী সুরঞ্জন দাশগুপ্ত। এদিনের পুজো উদ্বোধনে তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার তাঁদের পুজো পড়ল ৫২ তম বর্ষে। পুজোর থিমে ধরা দিয়েছে ‘জীবন জুড়ে নকশা’। এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী সুরঞ্জন দাশগুপ্ত বলেন – “এই পুজোর এই বিষয় বৈচিত্র সবাইকে ভাবায়। সবাই মিলে মিশে আনন্দে মেতে ওঠেন এই কদিন। পুজোয় সবাই মিলে আনন্দ করুন, আনন্দে থাকুন।”