Written By সরমিন বেগম
ভবানীপুর ঋত্বিক ক্লাবের পুজো উদ্বোধনে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী। এদিনের পুজো উদ্বোধকের সঙ্গে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার তাঁদের পুজো পড়ল ৫১ তম বর্ষে। পুজোর থিমে ধরা দিয়েছে রাজবাড়ি। এই পুজোর উদ্বোধন করে সুব্রত বক্সী বলেন – “এই পুজোর এই বিষয় বৈচিত্র সবাইকে ভাবায়। সবাই মিলে মিশে আনন্দে মেতে ওঠেন এই কদিন। পুজোয় সবাই মিলে আনন্দ করুন, আনন্দে থাকুন।”