Written By মৃণালকান্তি সরকার
বাড়িতে যখন কোনও অতিথি আসেন, গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী তাঁকে ষোড়শ উপাচারে আমন্ত্রণ জানান হয়. কেবল মাত্র তাই নয়, বিদায় পর্ব পর্যন্ত থাকে এই উপাচার। আর সেই উপাচার্যের কথা মাথায় রেখেই খিদিরপুর নবরাগ এবার তাঁদের প্রতিমা থেকে মণ্ডপ সাজিয়েছে ষোড়শ উপাচারে। তাঁদের দাবি, বর্তমান প্রজন্মের কাছে তাঁরা ঐতিহ্যকে কি ভাবে বাঁচিয়ে রাখা যায়, তারই নিদর্শন হিসাবে তুলে ধরেছেন। যা দেখতে কেবল মাত্র শহর কলকাতাই নয়, আশপাশ এলাকার মানুষজন এসে ভিড় জমাচ্ছেন অপূর্ব এই নিদর্শনকে দেখতে। সাত সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত তিলধারণের জায়গা থাকছে না খিদিরপুর নবরাগের মণ্ডপে।