Written By শাশ্বতী রায়
সবুজকে বাঁচানোর দাবি, তার সঙ্গে শিল্পকলা, এই সব কিছুর মেলবন্ধনের তৈরি হয়েছে নিমতলা সর্বজনীন দুর্গোৎসবের থিম। এই পুজোর মণ্ডপের অন্তর্সজ্জাতে রয়েছে ভুপালের গন্দ উপজাতির শিল্পকলার নিদর্শন। পাশাপাশি দুর্গা প্রতিমাতেও দেখা গেছে সেই একই শিল্পের ছোঁয়া। তবে এতো কিছুর মধ্যেও সবুজ বাঁচানোর কথা ভোলেননি পুজো উদ্যোক্তারা। নিজেদের থিমের মধ্যে দিয়েই সবুজ বাঁচানোর বার্তাও দিয়েছেন পুজো উদ্যোক্তারা।