Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
শুক্রবার রাতে প্রায় সারে ৬ ফুট লম্বা পাইথন দেখা গেল বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের অমৃতপাড়া গ্রামের রাস্তায়।গ্রামবাসীরা সাপটিকে দেখার পরই বনদফতরে খবর দেন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের আধিকারিকরা।বনদফতর সূত্রে জানানো হয়, প্রায় সাড়ে ৬ ফুট লম্বা পাইথনটির ওজন ১০ কেজি।বনদফতরের সূত্রে আরও জানানো হয়, সাপটির শরীরে সামান্য আঘাত রয়েছে।প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে সোনামুখী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm