Written By মনা বীরবংশী
৮০টি তাজা বোমা উদ্ধার।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রামে।সাঁইথিয়া থানার ওসি নীলোৎপল মিশ্রর নেতৃত্বে কল্যাণপুর গ্রামে রাতভর চলে পুলিশি অভিযান।এই অভিযান চালিয়ে তাজা বোমা উদ্ধার করা হয়।কল্যাণপুর গ্রামের একটি কালভার্ট এর নিচে ২টি জারে প্রায় ৮০ টি তাজা বোমা উদ্ধার করল সাঁইথিয়া থানার পুলিশ।খবর দেওয়া হয়েছে বোম নিষ্ক্রিয় করার দলকে।পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা দখল করতে এই বোমা মজুত করে দুষ্কৃতীরা।এই বোমা মজুত কাজের সঙ্গে কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ।গত মঙ্গলবার রাজনৈতিক সংঘর্ষে কারণে কল্যাণপুর গ্রামের ইনসান শেখ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়।
31st October, 2019 12:23 pm