Written By শাজাহান আলি
নতুন করে দাঁতাল হাতির তান্ডবে নাজেহাল এলাকাবাসী। বনদফতরের উদাসীনতায় ক্ষোভে এলাকাবাসী।পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকাগুলির মধ্যে গোয়ালতোড় এলাকার বেশ কয়েকটি জঙ্গল লাগোয়া গ্রামে মাঝে মধ্যে রাতের অন্ধকারে দাঁতাল হাতি তাণ্ডব চালায়৷ বাড়ি ঘর দোকান ভেঙে খেয়ে যায় ধান থেকে শুরু করে বিভিন্ন চাষের ফসল। কিন্তু হাতির তাণ্ডবে ক্ষতিপূরন তো দুরের কথা, হাতি তাড়াতেও উদ্যগী হয়নি বনদফতর- বলে অভিযোগ৷ আর একে ঘিরেই এলাকাবাসী দের মধ্য চরম ক্ষোভ।
জানায়ায় মঙ্গলবার ভোরেও গোয়ালতোড় বাজারের বেশ কয়েকটি ধান ও মুড়ির দোকানে হামলা চালায় একটি দাঁতাল হাতি। গোয়ালতোড় এলাকার এক দোকান মালিক বিশ্বরূপ সাহা বলেন, -ভোরের দিকে একটা দাঁতাল হাতি এসে মুড়ি দোকানের সাটার ভেঙ্গে মুড়ি খেয়ে নষ্ট করে চলে যায় ৷ এর ফলে প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে ৷ গত বছরও একটি হাতি এসে সাটার ভেঙ্গেছিল। এই ভাবে বছরের পর বছর চলতে থাকলে খুব সমস্যায় পড়বো। গত বারের ক্ষতিপূরণ পায়নি এখনো আবার এই ঘটনা। জানায়ায়, ওই রাতেই একটি ধানের গোলারও বেশ কয়েকটি দোকানে হাতি তাণ্ডব চালায়। গোয়ালতোড় বিট অফিসার বিশ্বনাথ ভঞ্জ বলেন- লালগড় থেকে একটি দলছুট দাঁতাল এই এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়েছে, আমরা তাকে দলে ফেরানোর চেষ্টা করছি।