Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
প্রয়াত সিপিআইয়ের প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি। সিপিআইয়ের বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ছিলেন ইন্দ্রজিৎ টাঙ্গি। গুরুদাস দাশগুপ্তর পর মারা গেলেন সিপিআইয়ের বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি। শনিবার ভোরে বাঁকুড়ার জয়পুর ব্লকের খাটুল গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ সময় বাঁকুড়ায় সিপিআইয়ের জেলা সম্পাদক ছিলেন। ২০০৬ সালে নির্বাচনে জয়লাভ করে তিনি বাঁকুড়ার ইন্দপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সম্প্রতি দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার তাঁর মৃত্যতে জেলার বামকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিন সকালে তাঁর মরদেহে শ্রদ্ধা জানাতে জেলা ও রাজ্যের বহু বাম নেতা তাঁর খাটুলের বাড়িতে হাজির হন।
2nd November, 2019 01:13 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm