Written By সঞ্জিত চক্রবর্তী
বুলবুলের অতিবৃষ্টির ফলে চাষিদের চাষের জমিতে ঢুকেছে জল। তার প্রতিবাদে হাজারখানেক চাষির পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট ১নম্বর ব্লকের পিফায়। সুত্রের খবর, অতিবৃষ্টির চাষের জমিতে জল ঢুকে কয়েকশো বিঘা ধানের জমি নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে তাঁদের শীতকালীন ধান ও ফসল। তাই চাষিরা বসিরহাট ন্যাজট রোডে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার উপর বেঞ্চ রেখে পথ অবরোধ শুরু করে। পথ অবরোধকারী চাষিদের কথায়, “বিডিও, সেচ দফতরের আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত, জেলাশাসককে জানিয়েও কোনো ফল হয়নি। সেকারণে আমরা রাস্তা অবরোধ করেছি এটা অরাজনৈতিক অবরোধ। প্রায় হাজার খানেক চাষি আজ পথে নেমেছে।” এই ঘটনার ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় বসিরহাট থানার পুলিশ। তাঁরা গিয়ে চাষিদের বোঝানোর চেষ্টা করছে।
11th November, 2019 10:29 am