Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
দিল্লির বায়ু দূষণের জন্য এবার বন্ধ হয়ে গেল বলিউডের ছবি 'দোস্তানা ২' করণ জোহর প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন কার্ত্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুর। বিস্তারিত খবরে প্রকাশ দূষণের জেরে ক্যামেরায় ঠিক মতো ছবি তোলা যাচ্ছিলো না , শিপ্লী কলাকুশলিদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো। ফলে দেশের রাজধানীতে আপাতত বন্ধ এই ছবির শুটিং। কিছু দিন আগেই শুটিং করতে এসে প্রিয়াঙ্কা চোপড়াও এই একই অভিযোগ করেছিলেন।
11th November, 2019 01:31 pm