Written By শাজাহান আলি
ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বৈকন্ঠপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তার বেহাল দশার কারণে দৈনন্দিন ঘটছে নানান দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে আরামবাগ থেকে হলদিয়াগামী একটি যাত্রীবাহী বাস বৈকন্ঠপুর এলাকার কাছে এলে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে। এই ঘটনার ফলে বেশ কয়েকজন বাসযাত্রী জখম হন। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁদের এলাকার এক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছে বাসযাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী খুব তাড়াতাড়ি রাস্তা না সরালে ঘটতে পারে বড় দুর্ঘটনা।