Written By অনিরুদ্ধ সরকার
ঐতিহ্যকে রক্ষা করতে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এবং পুরনো কলকাতার গল্পের যৌথ উদ্যোগে রবিবার একটি পদযাত্রার আয়োজন করা হয়। কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। ঐতিহ্য মেনে সংস্কৃতিমনস্ক প্রায় দুই-শতাধিক মানুষ এই পদযাত্রায় যোগ দেন। ঐতিহাসিক এই পদযাত্রায় যোগদান করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের পড়ুয়ারাও। পদযাত্রায় সবার হাতে ছিল প্ল্যাকার্ড। সমবেত মানুষজন এদিন একসুরে জানান, 'তাঁরা ঐতিহ্যেকে বাঁচাতে বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ '। মিছিল শুরু হয় কলেজ স্ট্রিট সংলগ্ন সংস্কৃত কলেজ থেকে। ‘বিদ্যাসাগরেরে দ্বিশতবর্ষ পূর্তি’ উপলক্ষে মিছিল শুরু হয় বিদ্যাসাগরের সংস্কৃত কলেজ থেকে এবং তা ঠনঠনিয়া কালি বাড়ি হয়ে শেষ হয় বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিটের মেন শাখায়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিঠিত মানুষজন।শিল্পী , সাংবাদিক, সাহিত্যিক, চিত্রকর থেকে উপস্থিত ছিলেন উইকিপিডিয়ার প্রতিনিধিরাও। পুরনো কলকাতার গল্প গ্রুপের পক্ষ থেকে এদিন জানানো হয় , “আমরা এই ধরনের পথযাত্রা প্রায়শই করে থাকি। ঐতিহাসিক ইমারৎ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্কে মানুষদের নানানভাবে সচেতন করি। সেমিনার করি। সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে টাউন হলে একটি মিউজিয়াম তৈরি হতে চলেছে।' অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পক্ষ থেকে জানানো হয় ,'১৯ থেকে ২৫ নভেম্বর ‘ওয়ার্ল্ড হেরিটেজ ডে’ সেই উপলক্ষে কলেজ স্কয়ার থেকে মেট্রোপলিটন ইনস্টিটিউশনর অবধি একটি ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করা হয়। বহু দিকপাল মানুষ এই মিছিলে যোগদান করেন। ঐতিহ্য রক্ষা করার ব্যাপারে এধরনের পদক্ষেপ আমাদের আশাবাদী করে তুলেছে। ভবিষ্যতে আমরা যৌথ উদ্যোগে আরও এধরনের কাজ করব।”