Written By শাজাহান আলি
বাজারে অন্যান্য সব্জির সঙ্গেও পেঁয়াজের দামও বেড়েছে পাল্লা দিয়ে৷ তবে অন্যান্য সব্জির তুলনায় পেঁয়াজের দামের জেরে সবার চোখে জল। একশো টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কিলো৷ এর পেছনে সরকারের নিয়ন্ত্রণ না থাকাকেই দায়ী করে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস৷ মঙ্গলবার এই অবরোধের জেরে যানজট তৈরি হয় মেদিনীপুর শহরে৷
বাজারে বিভিন্ন সব্জির দাম বেড়ে যাওয়া রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করে মুল্যনিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে৷ মূলত ফড়েদের বেআইনী মজুত করার কারনে এই মূল্য বৃদ্ধি বলেই দাবি প্রশাসন ও সাধারণ মানুষের৷ মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে পেঁয়াজের দাম একশো ছাড়িয়েছে৷ তাই মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরের কালেক্টরেটের দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় কংগ্রেস৷ রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ করে এই বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা৷ কংগ্রেস জেলা সভাপতি সৌমেন খান বলেন, ‘একের পর এক ভ্রান্ত নীতির কারনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রের সরকার৷ পেট্রোপণ্যের দাম বেড়ে গিয়েই এই সমস্যা তৈরি হয়েছে৷ সেই সঙ্গে রাজ্য সরকারও সেরকম তৎপরতা দেখাতে পারেনি বাজারের সব্জির দাম নিয়ন্ত্রনে৷ অবিলম্বে টাস্ক ফোর্স দ্বারা বাজারের মূল্য নিয়ন্ত্রণ না হলে আমরা অন্যভাবে আন্দোলন করবো৷’