Written By দেবোপম সরকার
নিউটাউন তারুলিয়া ঝিলপার থেকে একটি ৭এম এম পিস্তল ও একটি গুলি সহ এক যুবককে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম রবি রায়, পাটনার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার সূত্র মারফত খবর পেয়ে এক যুবককে ঝিল পার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে দেখতে পেয়ে তাকে জেরা করতেই তার কাছে একটি সেভেন এম এম পিস্তল ও একটি গুলি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়,এই যুবক পাটনার বাসিন্দা। ওই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতো। তবে কি কারণে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল নিউটাউন থানার পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃতকে রবিবার বারাসাত আদালতে পেশ করা হয়।
1st December, 2019 12:15 pm