Written By পিনাকী চক্রবর্তী
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভার্ণাবাড়ি চা বাগান এলাকায় বাঁশের সেতুর জরাজীর্ণ অবস্থা । স্থানীয় সূত্রে খবর, চা বাগানের যাবার সেতুটি বর্ষার কারণে ভেঙে যায় । তার পরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেখানে অস্থায়ী বাশের সেতু তৈরি করা হয়। সম্পতি সেই বাঁশের সেতুর জরাজীর্ণ অবস্থা রয়েছে । এই ভাঙা সেতুর ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে । প্রায়দিনই ওই সেতু দিয়ে চলাচল করার পথে দুঘর্টনার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা । এলাকার বাসিন্দাদের দাবি, সেখানে শীঘ্র পাকা সেতু নির্মাণের কাজ শুরু করা হোক। কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান, ‘আমরা এইমধ্যে এই বিষয় নিয়ে রিপোর্ট পাঠিয়েছি এবং আমরা চেষ্টা করছি শীঘ্র সেতু নির্মাণের কাজ শুরু করা যাবে।’
1st December, 2019 12:50 pm