Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
জয় দিয়েই আই-লিগ অভিযান শুরু করল চেন্নাই সিটি এবং চার্চিল ব্রাদার্স। গত মরশুমেও এই দুটি দল ভাল ফুটবল খেলেছিল। চেন্নাই সিটি চ্যাম্পিয়ন হয়েছিল আর চার্চিল ব্রাদার্স তিন নম্বরে লিগ শেষ করেছিল। এদিন ঘরের মাঠ কোয়েম্বাত্তুরে ট্র-এফসিকে ১-০ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি। চেন্নাইয়ের হয়ে জয় সূচক গোলটি করেছেন পেদ্রো মানজি। আর এদিন পঞ্জাব এফসিকে রীতিমতো উড়িয়ে দিয়ে আই লিগ অভিযান শুরু করল চার্চিল ব্রাদার্স। পঞ্জাব এফসিকে ৩-০ গোলে হারিয়েছেন উইলস প্লাজারা। চার্চিলের হয়ে জোড়া গোল করেছেন লালখামা’পুইয়া এবং একটি গোল করেছেন উইলস প্লাজা।
ছবি সৌজন্যে- ট্যুইটার/ গোল.কম
1st December, 2019 09:17 pm