Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সম্প্রতি নন্দনে মুক্তি পেল অতনু ঘোষের নতুন ছবি 'রবিবার' এর ট্রেলার। পরিচালক ছাড়া উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া এহসান। এই ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।পরিচালক অতনু জানালেন মূলত দুটি প্রধান চরিত্রকে নিয়ে ছবির গল্প--অসীমাভ(প্রসেনজিৎ) ও সায়নী(জয়া)। এক সময় দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তারপর অনেক বছর কেটে গেছে আবার তাদের দেখা হয় এক রবিবারে। তাদের সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের সাক্ষাৎ হয়।আর তার মধ্যে দিয়েই এই দুটি চরিত্র নিজেদেরকে আবার যেন আবিষ্কার করে নতুন করে।মনের জটিলতার নানান স্তরের নানা অনুভূতি যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে।প্রসেনজিৎ বলেন অতনু যেভাবে তার ছবিতে মানবিক সম্পর্কের কথা বলে তার সত্যি মনকে ছুঁয়ে যায়। তাই আমার মত যে কোন শিল্পীর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকে। এই ছবি ও নিজেদের অন্বেষণেরই এক গল্প। জয়া বলেন, চরিত্র দুটোই বেশ জটিল। দুটো চরিত্রেই নানান স্তর রয়েছে। কাজেই অভিনয়টা আমার কাছে বেশ কঠিনই ছিল। পুরো টিমের সঙ্গে কাজ করে অবশ্য আমি খুব আনন্দ পেয়েছি।প্রত্যেকেই বলেন ছবিতে আবহসংগীত অন্যতম একটা চরিত্র হিসেবে পাওয়া যাবে। তাছাড়াও ছবিতে রয়েছে দুটি গান। অতনুর মতে 'ময়ূরাক্ষী' 'বিনিসুতো' ও 'রবিবার' কে ট্রিলজি বলা যেতে পারে একাকিত্ব ও মানবিক সম্পর্ক যার একমাত্র বন্ধন।
2nd December, 2019 12:17 pm