Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি প্রতিকী
এ যেন আক্ষরিক অর্থেই খাল কাটতেই কুমির এসে হাজির ভাদোদরার একটি গ্রামে । রবিবার ১২ ফুট লম্বা একটি কুমিরকে গুজরাটের ওই গ্রামের একটি মাঠে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা । বনবিভাগে খবর দেওয়া হয় তারা এসে কুমিরটিকে অনেক চেষ্টার পর উদ্ধার করে । স্থানীয় সূত্রে খবর, কুমিরটিকে উদ্ধার করতে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে । রাভাল গ্রামে অবস্থিত নর্মদা খাল সোলার প্ল্যান্ট স্টেশন থেকেই ঢুকে পড়ে এই কুমিরটি। স্থানীয় বাসিন্দারা তাঁদের চাষের জমিতে জল দেওয়ার জন্য এই খালটি ব্যবহার করেন। সেই খাল দিয়ে গ্রামে চলে আসে । তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও তিনবার এরকম ভাবে গ্রামে কুমির ঢুকে পড়েছিল বলে জানা গেছে। এই বিশালাকার কুমিরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, কুমিরটিকে নিকটস্থ একটি হ্রদে ছেড়ে দেওয়া হবে। ওই হ্রদে আরও অনেক কুমিরই রয়েছে।
2nd December, 2019 04:21 pm