Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
লোহা পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ । রমেশ মাহাতো নামে ওই পাণ্ডাকে বিহার থেকে গ্রেফতার করা হয় ।
১৯ নভেম্বর বাঁকুড়ার মেজিয়া থানার জেমুয়া থেকে একটি টিএমটি বার কোম্পানির ৪৮ মেট্রিক টন টিএমটি বার ২ টি ট্রাকের মাধ্যমে অসম কেরালা রোড ওয়েস ট্রান্সপোর্ট করে বিহারের উদেশ্যে রওনা দিয়েছিল । সঠিক সময় নির্দিষ্ট জায়গায় তা না পৌঁছানোর ফলে ট্রাক চালকের খোঁজ শুরু করে সংস্থা । চালকের সন্ধান না পাওয়ায় ২৪ নভেম্বর বাঁকুড়া মেজিয়া থানায় ৪৮ মেট্রিক টন টিএমটি বার চুরির অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তদন্ত শুরু করে মেজিয়া থানার পুলিশ । তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র মাধ্যমে খোঁজ শুরু করে দেয় । রবিবার মোবাইল ফোনের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে বিহারের ছাপরা জেলার গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় রমেশ মাহাতো নামে ওই ব্যক্তিকে। রমেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ২৫ মেট্রিক টন টিএমটি বার উদ্ধার করে।
পুলিশের কাছে সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরেই তিনি এই পাচার কাজের সঙ্গে যুক্ত । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু ব্যক্তির নাম পাওয়া গেছে । সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm