Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শহর জুড়ে বিক্ষোভ। তারই মাঝে রেস কোর্স থেকে রাজভবন যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর যাওয়ার রাস্তা অনেক আগে থেকেই সম্পূর্ণ ফাঁকা করে দিয়েছিল পুলিশ। বিক্ষোভকারীরা যাতে কোনও ভাবেই মোদির কনভয় পথের কাছাকাছি পৌঁছতে না পারেন, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। পুলিশের সতর্ক নজর ছিল সর্বত্র। আর তার মধ্যেই রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, এটা নিছক সৌজন্য সাক্ষাতকার। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কথা হয়। রাজ্যের দেনা যেন অবিলম্বে শোধ করা হয়। যার পরিমান ২৮ হাজার কোটি টাকা। কথা হয় এনআরসি নিয়েও।