Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
রাঢ় বাংলার প্রাচীন লোক সংস্কৃতি উৎসব টুসু। সারা পৌষ মাস ধরে টুসুকে আরাধনা পর পৌষ সংক্রান্তিতে টুসুকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় রাঢ় বাংলার ঐতিহ্যের এই উৎসব। টুসু গান বা চর্চায় ভাটা পড়লেও উৎসবে ভাটা পড়েনি এতটুকু। আজও পৌষ সংক্রান্তির সকালে বাঁকুড়া বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত যমুনা বাঁধে দলবেঁধে টুসু শিল্পীরা চৌডাল নিয়ে টুসু উৎসবে মেতে ওঠেন। পৌষ-সংক্রান্তির আগের দিন রাতে চৌ ডাল সাজিয়ে তাকে গোল করে ঘিরে রকমারি গান গেয়ে জাগরন করে টুসু আরাধনার পর ভোর থেকেই মকর-সংক্রান্তিতে টুসুকে বিসর্জন এর পালা শুরু হয়। চৌডাল নিয়ে টুসু গান গাইতে গাইতে নাচতে নাচতে বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ হাজির হয় প্রাচীন যমুনা বাঁধে । যমুনা বাঁধের জলে টুসু এবং চৌডালাকে বিসর্জন দিয়ে আবার এক বছরের জন্য অপেক্ষা। এই ভাবেই পরম্পরা টুসু ভাসানকে ঘিরে বিষ্ণুপুরে উৎসবের আমেজ।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm