Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন চমকে দেওয়ার মতোই কথা বললেন বলি অভিনেত্রী দিব্যা দত্ত। দিব্যা জানান একটি ছবিতে এক গ্রাম্য মেয়ের চরিত্রের জন্য বাছাই পর্ব চলছিল। দিব্যা বড়পর্দার সেই চরিত্রের জন্যও নির্বাচিত হয়েও বাদ পড়েন। কারণ হিসেবে প্রযোজক সংস্থার তরফে তাঁকে জানানো হয়েছিল তাঁর অভিনয় নিয়ে তাদের কোনও সন্দেহ নেই কিন্তু একজন গ্রামের চরিত্রের মেয়ে হিসেবে দিব্যা একটু বেশিই সুন্দরী হয়ে যাচ্ছেন। গায়ের রঙ্গ বেশ ফর্সা। অতএব ......
তবে দিব্যা আরও জানান রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ' দিল্লি ৬ ' এ তিনি একজন ভবঘুরের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রের লুক পাওয়ার জন্য প্রচুর মেকআপ করে তাঁকে ' কালো ' ও অপরিছন্ন হতে হত। তার ফলও মিলেছিল হাতেনাতে। বড়পর্দায় দিব্যার অভিনীত সেই চরিত্র দাগ কেটেছিল দর্শকদের মনে ।