Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আগামী ৫ ফেব্রুয়ারী,বুধবার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিভবনের ঐতিহাসিক 'মুঘল গার্ডেন'। এই গার্ডেনটি জনপ্রিয় মূলত বিভিন্ন প্রজাতির ফুলের জন্য। সাদা , গোলাপি রঙের গোলাপ, রংবেরঙের লিলি, ডেইসি , টিউলিপ ইত্যাদি ফুলের শোভা উপভোগ করতে পারবেন দর্শকরা। বার্ষিক 'উদয়নযোৎসব ' -এর আগে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে এই গার্ডেনটি।
১০,০০০ এর বেশি টিউলিপ, ১৩৮ প্রজাতির গোলাপ এবং ৫,০০০ এর বেশি মরশুমি ফুল রয়েছে মুঘল গার্ডেনে। বিখ্যাত ব্যক্তিত্বের , যেমন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় , মাদার টেরেসা , প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জে.এফ.কেনেডি , রানী এলিজাবেথ, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু - নামাঙ্কিত গোলাপ রয়েছে এখানে। ২০১৮ সালে ৫ লক্ষের বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন এবং প্রত্যেক বছর অন্তত ৩ থেকে ৬ লক্ষ মানুষ এখানে আসেন। গার্ডেনটি সোমবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন-ই সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি খোলা থাকবে।
26th February, 2021 06:12 pm
26th February, 2021 12:11 pm
26th February, 2021 11:58 am
25th February, 2021 03:53 pm