Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল লখনউতে। সূত্রের খবর, আদালতের আইনজীবীদের বসার ঘর লক্ষ্য করেই বোমাটি ছোড়া হয়। আহত হয়েছেন কমপক্ষে ২ জন আইনজীবী। প্রাথমিকভাবে অনুমান, লখনউ বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জীব লোধিকে নিশানা করে ওই বোমা ছোড়া হয়। বিস্ফোরণের পরে ওই অঞ্চল থেকে কমপক্ষে তিনটি দেশি বোমা উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই ঘটনার পর আদালতের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা, কোনও সুরক্ষা ব্যবস্থা নেই বলে অভিযোগ তাঁদের। সঞ্জীব লোধি বলেছেন, "এই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কীভাবে আদালত চত্বরে প্রবেশ করতে পারে? এই ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আমার কয়েকজন সহযোগী আহত হয়েছেন। আমি কোনওরকমে পালিয়ে বেঁচেছি"। এরকম ঘটনা যাতে আর না ঘটে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, এমনই দাবি আইনজীবীদের।