Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
গ্রাহকদের ব্যাঙ্ক আকাউন্টে টাকা ঢুকছে এন ইএফ টি'র মাধ্যমে বলে হৈ চৈ বাঁকুড়ার ইন্দাসের দিগল গ্রামে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখায়। কোনো গ্রাহকের ৫ হাজার আবার কোনো গ্রাহকের ১ লক্ষ টাকা। বেশিরভাগ গ্রাহকের আকাউন্টেই এই টাকা ঢুকেছে। কিসের টাকা কেনই বা একটি বিশেষ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখার গ্রাহকদের এই টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ইন্দাস থানার দিঘলগ্রাম এলাকার গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখায় নিজের পাস বই আপ টু ডেট করাতে গিয়ে এক গ্রাহক দেখেন তাঁর আকাউন্টে এন ই এফ টি র মাধ্যমে কিছু টাকা জমা পড়েছে। গ্রাহক দেখেন ন্যাশানাল ইন্সিওরেন্স নামের একটি বীমা সংস্থার আকাউন্ট থেকে ওই টাকা এন ই এফ টি র মাধ্যমে পাঠানো হয়েছে। ওই গ্রাহক কোনো রকম বীমা না করানো সত্বেও কিভাবে বীমার টাকা এল তা জানতে দ্বারস্থ হন গ্রামীন ব্যাঙ্কের ওই শাখায়।বিষযটি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। গ্রামীন ব্যাঙ্কের দিঘলগ্রাম শাখার গ্রাহকদের আকাউন্টে টাকা ঢুকছে খবরটা দ্রুত বেগে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর গ্রাহকদের একটা বড় অংশ নিজেদের আকাউন্ট পরীক্ষা করে দেখেন অনেকের আকাউন্টেই জমা পড়েছে পাঁচ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত। ওই ব্যাঙ্কে স্থানীয় কৃষক , ক্ষেতমজুর , ভূমিহীন থেকে স্থানীয় ব্যবসায়ী ও চাকুরীজীবীদের আকাউন্ট রয়েছে। সেই আকাউন্টগুলির একটা বড় সংখ্যক আকাউন্টে এন ই এফ টি'র মাধ্যমে টাকা জমা পড়ায় আশ্চর্য হয়ে যান গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় আকাউন্টে টাকা আসছে ন্যশনাল ইন্সিওরেন্স থেকে। কিন্তু কেন এই টাকা দেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার নয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেও।