Written By শাজাহান আলি
সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই সামনে দুই "গোখরো"। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সনাতন পাত্রের বাড়িতে। তাঁর বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় ওই দুই "গোখরো"। তিনি পরে বনদফতরে খবর দেন। খবর পেয়ে দাসপুর থানার সুলতাননগর বিট অফিসের কর্মীরা সেখানে হাজির হন। বনকর্মীরা জানান, এই সাপ দুটির বয়স সাত থেকে আট বছর। বন্যাকবলিত ঘাটাল চন্দ্রকোনা এলাকাতে এই সাপগুলি আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন গৃহস্থের বাড়িতে গিয়ে ঢুকে যায়। এখানেও তাই ঘটেছে। তারা সাপ গুলির প্রাথমিক পরীক্ষা করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেবেন।