Written By শাজাহান আলি
বুধবার সারাদিন অফিস আওয়ারে কাজ করার পর রাত ন-টার পরেও অফিসের ভেতরে কাজ করছিলেন কেশপুর বিএলআরও। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় ঘেরাও করেন। কি কাজ করছিলেন তার সঠিক উত্তর না দিতে পারায় দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন তাঁকে। পরিস্থিতির খোঁজ নিয়ে বিধায়ক শিউলি সাহা জেলাশাসক ও প্রশাসনের ঊর্ধতন কর্তাদের কাছে অভিযোগ দায়ের করেন।
বিধায়ক শিউলি সাহার প্রশ্ন, ‘গভীর রাত পর্যন্ত অফিস খুলে রেখে নিয়মবহির্ভূতভাবে বহিরাগতদের নিয়ে কোন অসাধু কাজে লিপ্ত ছিলেন আধিকারিক? স্থানীয়রা ঘেরাও করে রেখেছিলেন। আমি বিডিও সহ অন্যান্য আধিকারিকদের কাছে জানানোর পর তাঁরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু সন্দেহজনক কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন। জেলাতে যে কোন অসাধু কাজকর্ম হলেও শাসকদলের নেতাকর্মীকেই দোষ দেন সকলে। কিন্তু বাম আমল থেকেই বেশকিছু আধিকারিক এই ধরনের কাজ কর্মের সঙ্গে যুক্ত। আমি জেলাশাসক সহ ঊর্ধতন কর্তাদের কাছে অভিযোগ জানিয়েছি।’