Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
মুকুটমণিপুরের পলাশ উৎসব পায়ে পায়ে ৩ বছর। 'করোনা' আতঙ্ককে দূরে সরিয়ে রঙের উৎসবে মাতলো বাঁকুড়ার জঙ্গলমহল। সোমবার খাতড়া মহকুমা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে 'বাঁকুড়ার রাণী' মুকুটমণিপুর মাতলো রঙিন ফাগুনের সাথে পলাশ উৎসবে। এখানকার প্রকৃতি দেখলে মনে হয় রং তুলি দিয়ে আঁকা। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভিড় জমান প্রকৃতি প্রেমিক মানুষ। প্রকৃতির মাঝে বাড়তি পাওনা এই সময়ের পলাশ উৎসব। একদিকে পাহাড়, শাল শিমুল , পলাশ আর সোনাঝুরির জঙ্গল আর অন্যদিকে কুমারী কংসাবতী নদীর সুবিশাল জলাধার। জলাধারের ছোট্ট ছোট্ট ঢেউ এর সঙ্গে প্রকৃতি টেনে আনে ভ্রমণপিপাসুদের। তাই সারা বছরই মুকুটমণিপুরে ভিড় জমে থাকেই। প্রকৃতির কোলেই তৃতীয় বছরে পদার্পণ করল পলাশ উৎসব। কংসাবতী জলাধারের তীরে নাচ-গান-কবিতা আর সঙ্গে দেদার আবীর খেলায় মেতে উঠলেন অসংখ্য মানুষ। উৎসবে পর্যটক এবং স্থানীয় মানুষদের উৎসাহ দিলেন এলাকার বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি।