Written By আশিস চট্টোপাধ্যায়
করোনা ভাইরাসজনিত মারণ অসুখের ওষুধ বোধ হয় আর বেশি দূরে নয়। ইতিমধ্যেই এই ধরনের একটি ওষুধ মানবদেহে পরীক্ষাও চলছে। জাপানের একটি বেসরকারি সংস্থার গবেষণাগারে এই ওষুধটির কার্যকারিতা নিয়ে গবেষণা অনেকটাই অগ্রবর্তী পর্যায়ে রয়েছে। চিন, যেখানে খুব বড় আকারে দেখা গিয়েছে করোনা ভাইরাসের দাপাদাপি সেদেশের উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরাও খোলাখুলি জানাচ্ছেন, জাপানের ওষুধটি বেশ কার্যকরী।
গত শতকের শেষ পাঁচটি দশকে একটি ভয়ানক অসুখের নাম ছিল অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস। এইচআইভি নামক একটি গোত্রের ভাইরাসের হামলাকে এইডস রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে সাধারণত স্বীকৃতি দেওয়া হয়। এইডসের ওষুধ আবিষ্কারের জন্য লাগাতার গবেষণার মধ্যে দিয়ে ভাইরাসের কার্যকারণ সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন শীর্ষ ভাইরোলজিস্টরা। এইডস রোগের ধাক্কা খেয়ে সামলাবার জন্য মানুষের হাতে ইতিমধ্যেই রয়েছে একাধিক ওষুধ। সেই ধারাতেই গবেষণা চালিয়ে জাপানের একটি বেসরকারি গবেষণা সংস্থা তৈরি করতে পেরেছে ফ্যাভিপিরাভির। ওষুধটি পরীক্ষা-নিরীক্ষার নানা বৈজ্ঞানিক ধাপ পেরিয়ে অবশেষে প্রয়োগ করা হয়েছে মানবদেহেও। জানা যাচ্ছে চিনের উহান এবং শেনঝেন নামে দুটি এলাকায় ৩৪০ জন রোগীর ওপর ফ্যাভিপিরাভির প্রয়োগ করা হয়েছে। চিনের বিজ্ঞানপ্রযুক্তি মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ঝ্যাং শিনমিন ওষুধটির কার্যকারিতা ও ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এটি উচ্চমাত্রায় নিরাপদ এবং চিকিৎসায় যে ফল মিলছে তাও পরিষ্কার। জানা যাচ্ছে শেনঝেন এলাকায় করোনা আক্রান্ত বেশ কয়েকজনের ওপরে ওষুধটি প্রয়োগ করার ফলে গড়ে ৪দিন পরেই তাঁদের দেহে আর করোনার অস্তিত্ব মেলেনি। সাধারণ ক্ষেত্রে পজেটিভ ধরা পড়ার পরে অন্তত ১১দিন লাগে শরীরকে করোনা মুক্ত করতে। এমনকি ওই ১১ দিনের মধ্যে প্রবল শ্বাসকষ্ট ফুসফুসের গুরুতর অসুস্থ দশা এবং অন্যান্য কারণে একটি অংশের রোগীর মৃত্যুও হয়। কিন্তু কারোনায় আক্রান্ত হওয়ার সময়-কাল কমিয়ে যদি চার দিনে নামানো যায় তাহলে শরীরের অন্যান্য অঙ্গের গুরুতর অসুস্থতা এড়ানো সম্ভব। আর এখানেই আশা ও স্বস্তির রুপোলি রেখা দেখতে পাচ্ছেন চিকিৎসকমহল ও আমজনতা। কয়েক দশক আগে ক্যামেরায় ফুজি কোম্পানির ফিল্ম ব্যবহার করা হতো। গবেষণার মাধ্যমে করোনার এই ওষুধ আবিষ্কারের সাফল্যও পেয়েছে সেই ফুজি কোম্পানিই।
15th April, 2021 08:59 pm
15th April, 2021 08:15 pm
15th April, 2021 06:51 pm
15th April, 2021 06:03 pm