Written By আশিস চট্টোপাধ্যায়
করোনা প্রতিরোধে দাওয়াই হতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন। জানিয়ে দিল আইসিএমআর। এর আগে মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ এই ওষুধকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পক্ষে রায় দেয়। যা রবিবারেই আমরা প্রকাশ করেছি।
নব করোনার সংক্রমণ থেকে বাঁচতে প্রতিষেধক হিসেবে হাইড্রাক্সিক্লোরোকুইনের উপযোগিতা থাকতে পারে, মানলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। রবিবারের প্রতিবেদনে বলেছিলাম করোনা যুদ্ধে প্রতিষেধক হতে পারে হাইড্রাক্সিক্লোরোকুইন। দু’দিন পর সোমবার সেই খবরেই পড়ল সীলমোহর। প্রসঙ্গত এদেশে কোন ওষুধের প্রচলন শুরু করা বা কোন ওষুধ বাতিল করার অধিকার রয়েছে এই সংস্থার। আইসিএমারের অ্যাডভাইসারিতে বলা হয়েছে কয়েক ক্ষেত্রে অবিলম্বে নব করোনার সংক্রমনের প্রতিষেধক হিসাবে হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইনের ব্যবহার শুরু করা যেতে পারে। তবে ক্লোরাকুইনের ওষুধের নাম মূলত আমাদের অজানা। ম্যালেরিয়ার চিকিৎসায় দশকের পর দশক ধরেই এর ব্যবহার রয়েছে।
যারা চিকিৎসা কর্মী, অন্যান্য মানুষ দ্বারা সংক্রমিত ব্যক্তির কাছাকাছি এসেছিলেন তাঁদের ক্ষেত্রে এই ওষুধটি অবিলম্বে ব্যবহার করা সম্ভব। আইসিএমআর গুরুত্বের সঙ্গে জানিয়েছে যে, প্রচলিত যে সমস্ত সাবধানতার কথা বলা হয়েছে তা যেন কোনোভাবেই অবহেলা না করা হয়। সংক্রমণের লক্ষণ দেখা গেলেই চিকিৎসকদের সাহায্য নেওয়ার যে পরামর্শ দেওয়া হয়েছে তারও কোনো পরিবর্তন হয়নি।
6th March, 2021 11:13 pm
6th March, 2021 10:38 pm
6th March, 2021 07:54 pm
6th March, 2021 07:25 pm