Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
করোনাভাইরাসের কারণে তালাবন্ধ গোটা দেশ। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সব সামগ্রী বিক্রি নিষিদ্ধ হয়েছে। কিন্তু কেন্দ্র জানিয়েছিল দেশে ৩১ মার্চের মধ্যে BS4 মোটরসাইকেল ও স্কুটার বিক্রি শেষ করতে হবে। ১ এপ্রিল থেকে শুধুমাত্র BS6 মোটরসাইকেল বিক্রি করা যাবে। এই অবস্থায় গুদামে পড়ে রয়েছে 4,600 কোটি টাকার BS4 মোটরসাইকেল। সম্প্রতি স্টক শেষ করার অন্য BS4 ভেরিয়েন্টে বিপুল ছাড় দিচ্ছিল কোম্পানিগুলি। যদিও বিভিন্ন কোম্পানির গুদামে এখনও 8,35,000 মোটরসাইকেল পড়ে রয়েছে।যার বাজারমূল্য প্রায় 4,600 কোটি টাকা! এই পরিস্থিতিতে এই বিশাল অঙ্কের মোটরসাইকেল বিক্রি করতে না পারলে কোম্পানিগুলি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
সংক্রমণ এড়াতে গোটা দেশের নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ মোটরসাইকেল ডিলারের দোকানে ঝাঁপ নেমেছে। ইতিমধ্যেই 31 মার্চের মধ্যে BS4 মোটরসাইকেল বিক্রির সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে বিভিন্ন মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি।
hi