Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সংক্রমণ দেখা গেছে বিড়াল, কুকুর এমনকি বাঘেরও। কিন্তু নেচার পত্রিকা জানিয়ে দিলো যে পশু থেকে মানুষের করোনা সংক্রমণের আশঙ্কা নেই। গত মাসে বেলজিয়ামের একটি বিড়ালের শরীরে নভেল করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছিলো। হংকংয়ে দুটি কুকুরের শরীরে। একটি বিড়াল ও করোনাতে আক্রান্ত হয়। এরই মধ্যে নিউ ইয়র্ক এর এক চিড়িয়াখানায় আক্রান্ত হয় একটি বাঘ। ফলে প্রশ্ন উঠতে শুরু করছে যে স্তন্যপায়ী পশুদেরও সংক্রমিত হওয়ার ভয় রয়েছে? পশুপ্রেমীদের নিশ্চিন্ত করলো বিজ্ঞান পত্রিকা নেচার। তাদের মতে পশু থেকে মানুষের আক্রান্ত হবার সম্ভাবনা একেবারেই নেই।
মার্চে বেলজিয়ামের একটি বিড়ালের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। হংকংয়ে দু’টি কুকুরের শরীরে। বুধবার আরও একটি বিড়াল আক্রান্ত হয় হংকংয়ে। তার মালিকও করোনা পজিটিভ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আশ্বাস, পোষ্য থেকে মানুষের সংক্রামিত হওয়ার কোনও নজির এখনও নেই। যাঁরা বিড়াল, কুকুর পোষেন, তাঁদের আতঙ্কিত হতে নিষেধ করছে বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘নেচার’ও। বায়োলজির প্রি-প্রিন্ট আর্কাইভে প্রকাশিত চিনা বিজ্ঞানীদের একটি গবেষণাও বলছে, বিড়াল নভেল করোনাভাইরাসে সংক্রামিত হতে পারে। অন্য বিড়ালে ভাইরাস ছড়িয়েও দিতে পারে। তবে মানুষে রোগ ছড়ায় না। তাই দুশ্চিন্তা এবং পশু-বিদ্বেষ, দুটোই নৈব নৈব চ।
প্রথমে একটি তত্ত্ব হাওয়ায় ভেসেছিল যে বাদুড় বা প্যাঙ্গোলিন থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে করোনা ভাইরাস। কিন্তু আজও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পরীক্ষা করা হয়েছিল যে ভাইরাসটা পশু থেকে মানুষেও ছড়ায় কি না। গবেষণার জন্য নেওয়া হয়েছিল শুয়োর, হাঁস,মুরগি এবং কুকুর ও বিড়ালকে। শুয়োর, হাঁস, মুরগি করোনা ভাইরাস থেকে দেখা গেছে সম্পূর্ণ নিরাপদ। অতএব আপনি যত খুশি মুরগির মাংস বা হাঁসের ডিম খেতে পারেন।
একেবারেই চিন্তা নেই বিড়াল কুকুর নিয়েও। অনেকের বাড়িতেই রয়েছে গৃহপালিত কুকুর বা বিড়াল। তাদের আস্বস্ত করেছে এই গবেষণা। তারা জানিয়েছেন যে বিড়াল এর শরীরে করোনা ভাইরাস দিব্যি থেকে যেতে পারে। বৃদ্ধিও হয় স্বচ্ছন্দেই। একটি বিড়াল থেকে আর একটি বিড়ালে ভাইরাস সংক্রমিত হতে পারে। কিন্তু বিড়াল থেকে মানুষে সংক্রমিত হবার কোনো সম্ভাবনাই নেই। বরং বিড়ালের রক্তে আন্টিবডির সন্ধান মিলেছে। তবে কুকুরের ক্ষেত্রে তারও আশঙ্কা খুব কম. ৯৯% ক্ষেত্রে কুকুরের মধ্যে করোনা ভাইরাস এর জীবাণু পাওয়া যায় নি। অতএব এতদিন আপনি আপনার আদরের পুষ্যিকে যে দূরে দূরে রাখছিলেন, আজ তাকে কোলে টেনে আদর করতেই পারেন।
15th April, 2021 08:59 pm
15th April, 2021 08:15 pm
15th April, 2021 06:51 pm
15th April, 2021 06:03 pm