Written By শাজাহান আলি
অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ড্রোন নজরদারি সহ রাস্তাতেও পুলিশী দ্বিমুখী অভিযান ৷ সেই সঙ্গে লোকজনের মনোবল বাড়াতে পুলিশের পোস্টার প্ল্যাকার্ড সহযোগে বিশেষ টহল ৷ সোমবার মেদিনীপুর শহরে কলেজ মাঠ থেকে ড্রোন উড়িয়ে শহরের বিভিন্ন রাস্তা ও মোড়গুলির জটলার দিকে নজর দেওয়া হয়েছে ৷ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি ড্রোন ব্যাবহার করা হচ্ছে এই কাজে ৷ যার মধ্যে দুটি ড্রোন করোনা সংক্রামিত দাসপুরের নিজামপুর গ্রামে ও দাঁতনের সাউরি গ্রামের লোকজনের গতিবিধি নজর রাখতে ব্যাবহার হচ্ছিল ৷ এবার আরও একটি ড্রোন নিয়ে সোমবার থেকে মেদিনীপুর শহর তল্লাটে নজরদারি শুরু হয়েছে ৷ কারন পুলিশ জানতে পেরেছেন শহরের গলিপথে জটলা আড্ডা অব্যহত ৷
অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ অন্যান্য পুলিস কর্তারা কতোয়ালি থানার পুলিশ বাহিনীকে নিয়ে রাস্তায় দিনভর টহল দেন৷ ড্রোনের মাধ্যমে লোকজনের জটলার অবস্থান জেনে সেই স্থানে কতোয়ালী পুলিশের বাহিনীর ধরপাকড় চলে ৷ এদিন জটলা দেওয়ার সময়ে পুলিশের হাতে কয়েকজন আটক হয়েছে৷ আটক করা হয়েছে গাড়িও ৷