Written By মনা বীরবংশী
আবারও সংবাদ শিরোনামে উঠে এল বিশ্বভারতীর নাম। শিক্ষক দিবস অনুষ্ঠান উপলক্ষে সংগীত ভবনে চললো উত্তাল হিন্দী 'লুঙ্গি ডান্স' । আর সেই 'লুঙ্গী ডান্স' গানের তালে কোমর দোলাতে দেখা গেল বিশ্বভারতীর কিছু অধ্যাপক-অধ্যাপিকাকে। নাচের তালে পায়ে পা মেলালেন সংগীত ভবনের অধ্যক্ষও। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে আশ্রমজুড়ে। অধ্যাপক-অধ্যাপিকাদের এই নাচের উত্তাল নাচের দৃশ্যের ভাইরাল ভিডিও এখন সবার হাতে হাতে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী। যার খ্যাতি বিশ্বজোড়া। শিক্ষা-সংস্কৃতিতে যাতে আন্তর্জাতিক স্তরে অন্যতম পীঠস্থান হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠান, সেই স্বপ্ন নিয়েই তিল তিল করে বিশ্বভারতী গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতীর সংগীত ভবনে শিক্ষক দিবস উদযাপনকে সামনে রেখে নিজেদের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়ারা। ভবনের মহড়ার মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে রাবীন্দ্রিক ঐতিহ্য উপেক্ষা করে বাজতে শুরু করে শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত "চেন্নাই এক্সপ্রেস" ছবির হিন্দি গান "লুঙ্গি ডান্স"। উচ্চস্বরে বাজা সেই গানের তালে হাত-কোমর দুলিয়ে সমানে নেচে চলেন ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরি, অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় সহ বেশ কিছু অধ্যাপক-অধ্যাপিকা। ধুতি পাঞ্জাবী পরে অধ্যক্ষের নাচের সেই ভাইরাল ভিডিও এখন ছাত্র ছাত্রী থেকে আম আদমি অনেকের মোবাইলেই। অধ্যাপকদের হাততালি দিয়ে সমানে উৎসাহ জুগিয়েছেন পড়ুয়ারাও।
সংগীত ভবনের এই মঞ্চেই গুরুদেবের সময় হত একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্ত উৎসব, পঁচিশে বৈশাখ, বর্ষা মঙ্গলের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মহড়া হয়ে থাকে এই মঞ্চে। গুরুদেব রবীন্দ্রনাথ সহ বহু গুণী শিল্পী, কিংবদন্তী মানুষজনের স্পর্শ রয়েছে এই মঞ্চে। সেই মঞ্চে অধ্যাপক-অধ্যাপিকাদের হিন্দি চটুল গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ একেবারেই বেমানান বলে মনে করছেন রবীন্দ্র অনুরাগী থেকে শুরু করে আশ্রমিকরা।
13th September, 2018 04:32 pm
9th December, 2019 09:28 pm
9th December, 2019 07:42 pm
9th December, 2019 06:52 pm
9th December, 2019 05:31 pm