Written By শাজাহান আলি
গত কয়েক দিনের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলার চাষ জমির। অন্যান্য স্থানের সঙ্গে মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলের চাষ জমিতেও ক্ষতির পরমাণ যথেষ্ট। আর তার ওপরে রবিবার ভোর থেকে কাদায় পড়ে থাকা সেই ধান জমির ওপর দিয়েই তাণ্ডব চালালো হাতির পাল। এমনকী সকালে গ্রামে ঢুকেও আতঙ্ক তৈরি করল গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত টিকরপাড়া গ্রাম সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন রবিবার ভোর চারটে নাগাদ হাতির একটি দল গ্রামের পাশে থাকা ধান জমিতে নেমে পড়ে। দাঁড়িয়ে থাকা কাঁচা পাকা ধান খাওয়ার পাশাপাশি মাটিতে পড়ে থাকা পাকাধান গুলি মাড়িয়ে তার ওপর দিয়ে চলে যায়। এর ফলে কাদা জমিতে বহু ধান নষ্ট হয়ে গিয়েছে যা কোনভাবেই আর উদ্ধার সম্ভব হবে না বলেই জানালেন ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক ধনঞ্জয় মহালি। তিনি বলেন, ‘ধানের জমি ছাড়াও হাতির হামলায় ক্ষতি হয়েছে গ্রামের পাশে থাকা সবজির জমি গুলিও। সবজি চাষের জন্য তৈরি করা মাচা ভেঙে ফেলেছে হাতির পাল। সবজি খাওয়া ছাড়াও জমিটিকে তছনছ করে দিয়েছে, যার ফলে কোনভাবেই আর সবজি চাষ এই বছরে সম্ভব হবে না।’ বনদফতরের এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই দেখে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় কৃষক তারাপদ মণ্ডলও। তিনি বলেন, ‘এমনিতেই লকডাউন ও ঝড়-বৃষ্টির ফলে আমরা ক্ষতিগ্রস্ত। তার ওপর হাতিতে ব্যাপক ক্ষতি করেছে। ভোর থেকে চাষ জমি গুলি ক্ষতি করার পর সকালে পলাশিয়া গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করে এদিক ওদিক দাপাতে থাকে একটি পূর্ণবয়স্ক হাতি। বনদফতর আসার আগেই গ্রামবাসীরা নিজেরাই নিরাপত্তার স্বার্থে হাতিটিকে গ্রামছাড়া করে।’