Written By শাজাহান আলি
আমফান ঝড় সকলেরই ক্ষতি করেছে এমন নয়, ঝড়ের ফলে উপকৃত হয়েছেন এমন লোকজনও রয়েছে। বৃষ্টির জলে কংসাবতী নদীর জল বাড়তেই বড় মাছের উৎপাত লোকালয়ের পাশে। বৃহস্পতিবার সকালে নদীতে বড় মাছের ভিড় জানতে পেরে গ্রামবাসীরা জাল নিয়ে ঝাঁপিয়ে ধরে ফেললেন প্রায় ১০ কুইন্টালের বেশি মাছ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কঙ্কাবতী এলাকায়।
কংসাবতী নদীর ওপর এনিকেট বাঁধ রয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর এলাকাতে। গত কয়েক বছর ধরে ওই বাঁধ মেরামত করে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু জল আটকে থাকার সঙ্গে সঙ্গে কচুরিপনা প্রচুর পরিমাণে জমেছে। বাঁধে আটকে থাকা ওই জলে কচুরিপানা দূষণ বেড়ে গিয়ে সম্প্রতি মাছ মারা যাচ্ছিল। এরপরই গত দু'দিন ধরে সেচ দফতরের উদ্যোগে টেন্ডার করে ওই কচুরিপনা সরানোর কাজ শুরু হয়েছে। তার মাঝেই বুধবার বৃষ্টি। তখনই বাঁধ সংলগ্ন এলাকা থেকে আশ্রয় নেওয়া বড় রুই, কাতলা মাছ গুলি কয়েক কিলোমিটার এগিয়ে কঙ্কাবতীর কাছে হাজির হয়ে যায় বৃহস্পতিবার সকালে। গ্রামবাসীরা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান বড় বড় কাতলা মাছ লাফালাফি করছে। বিষয়টি জানতে পেরে মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা জাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বেলা একটার মধ্যেই দশ কুইন্টাল এর বেশি কাতলা ও রুই মাছ ধরে ফেলেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানাচ্ছেন মাছগুলোকে ধরতে বেশি কষ্ট করতে হয়নি গ্রামবাসীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীরা এদিন সকাল থেকে প্রচুর পরিমাণে মাছ ধরে বিক্রি করেছেন।