Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এখনও এক বছর হয়নি তিনি ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু এই সামান্য সময়ে সৌরভ গাঙ্গুলির কাজে এতটাই মুগ্ধ গ্রেম স্মিথ যে সেই সৌরভকেই তিনি আই সি সি প্রধান হিসেবে দেখতে চান। স্মিথের আগে ডেভিড গাওয়ারও একই প্রস্তাব দিয়েছিলেন। তবে গাওয়ার ইংল্যান্ড ক্রিকেটের কোনও পদে নেই। স্মিথ এখন দক্ষিণ আফ্রিকার বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট। স্মিথ বলেছেন, “আই সি সি-র নেতৃত্বে একজন যোগ্য লোক দরকার। সৌরভই হচ্ছে সেই লোক।“
আই সি সির বর্তমান চেয়ারম্যান হলেন ভারতেরই শশাঙ্ক মনোহর। এই মাসেই শেষ হচ্ছে তাঁর মেয়াদ। আর মনোহর আগেই জানিয়ে দিয়েছেন, তিনি আর চেয়ারম্যান থাকতে চান না। এই প্রেক্ষিতে স্মিথের প্রস্তাব খুবই গুরুত্বপুর্ণ। এক টেলিকনফারেন্সে স্মিথ বলেছেন, “কোভিড পরবতী সময়ে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনে যোগ্য নেতৃত্ব দরকার। সময় এসেছে এমন একজনকে দায়িত্ব দেওয়ার যে আধুনিক ক্রিকেটের সংস্পর্শে আছে, আবার যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণটাও আছে।“ সঙ্গে যোগ করেছেন, “সৌরভ খেলাটাও খুব ভাল বোঝে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটও খেলেছে। তা ছাড়া ওকে সবাই সম্মানও করে।“ পাশাপাশি স্মিথ আরও বলেছেন, “টি টোয়েন্টি বিশ্ব কাপের আগে ১৪টি টি টোবেন্টি ম্যাচ খেলার সুযোগ ছিল, কিন্তু এখন করোনার জন্য তা হওয়ার সম্ভাবনা কম। তাই টি টোয়েন্টি বিশ্ব কাপ এ বছর না হয়ে আগামি বছর হলেই ভাল।“