Written By শাজাহান আলি
প্রথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন সাপের ছোবল, হাসপাতালে ভর্তি পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার ভোরে এই কাণ্ডটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার যদুপুর প্রাথমিক বিদ্যালয়ে৷ ঘটনাটি ঘটার পরে পরিবারের লোকেরাই তাঁকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে৷ দাসপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে ভর্তি করা হলেও পরিস্থিতি বিবেচনা করে পরে তাঁকে পরে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দুই ভাই অভিজিৎ খাঁড়া, ও বিশ্বজিত খাঁড়া মুম্বইয়ের সোনার দোকানে কাজ করতেন৷ সেখান থেকে গত ১৩ দিন আগে ফিরে প্রশাসনিক নির্দেশে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে ছিলেন৷ কোয়ারেন্টাইনে ১৩ দিনের মাথায় তাঁদের কোনো উপসর্গ না দেখা গেলেও ভোরের বেলা ছোটভাই বিশ্বজিতের পায়ে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় ৷ পায়ে জ্বালা হতেই উঠে পড়েন তিনি ৷ দেখেন পায়ের সামনে ঘোরাফেরা করছে একটি চিতি সাপ৷ সাপটিকে মেরে ফেলেন পরিবারের লাকেরা৷ পরে স্বাস্থ্যদফতরের কাউকে না পেয়ে পরিবারের লোকেরাই তাঁকে উদ্ধার করে দাসপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন৷ পরে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে৷