Written By শাজাহান আলি
শনিবার সাতসকালেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা পাকা বাড়ি, মোবাইলে ধরা পড়ল সেই বীভৎস দৃশ্য।
পশ্চিম মেদিনীপুর দাসপুর ২নং ব্লকের নিশ্চিন্তপুর গ্রামে সাতসকালে হুড়মুড়িয়ে পড়ে গেল তিন তলা একটি পাকা বাড়ি। পরিবারের লোকেরা কিছুক্ষণ আগেই বুঝতে পেরে বাড়ি থেকে বের হতেই, বাড়িটি ভেঙে পড়ে যায়। সৌভাগ্যবশত প্রাণহানীর ঘটনা না ঘটলেও বাড়ির কোন জিনিসপত্র উদ্ধার করতে পারেনি পরিবারের লোকজন। বাড়ির মালিক ব্যবসায়ী নিমাই সামন্ত সহ পরিবারের লোকেরা সকলেই বাড়ির বাইরে। একটি পুরনো খালের ধারে ওই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। গত কয়েকদিন ধরেই বাড়ির ভিত ধীরে ধীরে বসে যাচ্ছে বলেই পরিবারের লোকেরা অনুভব করেছিলেন। এদিন সকালে পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় তারা বাড়ির বাইরে বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান সকলে।