Written By শাজাহান আলি
স্কুটি নিয়ে নদীপথে ঘাটাল থেকে হুগলি যাওয়ার জন্য নৌকোতে উঠতে গিয়ে স্কুটি সহ এক ব্যক্তি নদীর জলে পড়ে গেলেন। জল থেকে তাঁকে উদ্ধার করলেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ঝুমী নদীর বন্দর খেয়াঘাট এলাকায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে হুগলি জেলা সংযোগের মাঝখানে ঝুমী নদী রয়েছে। দুই প্রান্তের কয়েক হাজার মানুষ রোজ ওই নদীর ওপর দিয়ে নৌকোতে করে যাতায়াত করেন। বৃহস্পতিবার সকালে ঘাটালের দিক থেকে হুগলি যাওয়ার জন্য স্কুটি নিয়ে নৌকাতে চড়তে গিয়েছিলেন এক ব্যক্তি। নৌকাতে চড়তে গিয়ে কোনভাবে স্কুটি সহ ওই ব্যক্তি স্রোত যুক্ত নদীর জলে পড়ে যান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা কোনভাবে তাঁকে উদ্ধার করলেও স্কুটি পাওয়া যায়নি। পরে বড় জেলেদের ডেকে নদীর গভীর থেকে স্কুটিটি উদ্ধার করা হয়।