Written By শাজাহান আলি
গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক গৃহস্থের গোয়ালে আগুন লেগে পুড়ে মারা গেল ৪টি গোরু৷ বৃহস্পতিবার রাতে এই ঘটনায় আগুনের ভয়াবহতার কারনে পরিবার ও প্রতিবেশীরা কেউই আগুন নিভিয়ে গোরুগুলিকে বাঁচানোর সুযোগ পায়নি৷ এর পেছনে ষড়যন্ত্র আচে বলেই দাবি পরিবারের৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুর জামিরা গ্রামের ঘটনা৷ রাত এগারোটা নাগাদ বাড়িতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলেন৷ রাত ১২টা নাগাদ গোরুর আওয়াজ পেয়ে বাড়ির মালিক সন্তোষ মানা ও তাঁর পরিবার ছুটে এসে দেখেন গোয়াল ঘরে আগুন ধরে গেছে৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোয়াল ঘরের কাছাকাছি কেউ পৌঁছতে পারেনি পরিবার ও প্রতিবেশীরা৷ সন্তোষ মানার অভিযোগ, ব্যক্তিগত কোন শত্রুতার কারণে কেউ গোয়ালঘরে পেট্রোল দিয়ে আগুন লাগাতে পারে৷ তা না হলে ভেজা ছাউনি সহ সমস্ত কিছুতে এতো দ্রুত আগুন লেগে ছড়িয়ে পড়তে পারে না৷ রাতেই খবর পেয়ে কেশপুর থানার পুলিশ হাজির হয়৷ তবে সকলে মিলে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে গোয়ালের ভেতরে থাকা চারটি বড় গোরু পুড়ে মারা যায়৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করছে পুলিশ৷