Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের ঐতিহ্যের রথ উৎসবে বের হল না বড় রথ, ব্যারিকেড করে ছোট রথ ঘোরালেন পূজারীরা। করোনা পরিস্থিতিতে বিষ্ণুপুরের রথউৎসবের আমেজে ছেদ পড়ল প্রথমবার।প্রাচীন রাজঐতিহ্যে মেনে বের হল না বড় রথ। ইতিহাস সমৃদ্ধ প্রাচীন মল্লভুম। যার আনাচ কানাচে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস, রয়েছে নানান উৎসব। তেমন নানা উৎসবের মাঝে উল্লেখযোগ্য হল রথ উৎসব। ইতিহাস বলে মল্লরাজাদের রথ উৎসব প্রায় ৩৫০ বছরেরও বেশি প্রাচীন। ১৬৬৫ সাল নাগাদ মল্লরাজা বীরমল্ল বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে রানি শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী টেরাকোটার পাঁচচূড়া মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের অনুকরণে তৈরি হয় পিতলের রথ। মল্লরাজাদের সময়থেকেই এই রথ উৎসবের সুচনা হয়। এখন যে উৎসব পরিচালনা করেন মাধবগঞ্জ ১১পাড়া রথ উৎসব কমিটি। মন্দিরের প্রধান বিগ্রহকে বাদ্যযন্ত্র ও কীর্তনের মধ্য দিয়ে নিয়ে আসা হয় রথে। রথের মধ্যে চলে পুজোপাঠ ও আরতি । তারপর শুরু হয় রথের রশিতে টান দেওয়ার পর্ব। বহু মানুষ এসে উপস্থিত হয় রথের দড়িতে টান দেওয়ার জন্য। তবে করোনার জন্য উৎসবের আমেজে ছেদ পড়ল প্রথমবার। এই রথের বিশেষত্ব এখানকার রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সওয়ার হন না। রথে সওয়ার হন রাধা মদনমোহন জিউ।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm