Written By শাজাহান আলি
সাত সকালে হাতির হামলা মেদিনীপুর সদর ব্লকের চিলগোড়া গ্রামে। জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে একটি পূর্ণবয়স্ক হাতি গ্রামের এক ব্যক্তির বাড়ির দেয়াল ভেঙে ফেলে। দেওয়াল ভেঙে সেখান থেকে খাবার খোঁজার চেষ্টা করে। বাড়ির লোকজন ভয়ে বাড়ি ছেড়ে পালায়। সেখানে খাবার কিছু না পেয়ে পাশে থাকা চিলগোড়া জুনিয়র উচ্চ বিদ্যালয় ভেঙে চালের বস্তা বের করে নেয়। বিদ্যালয় থেকে তিন বস্তা চাল বের করে জঙ্গলে রাস্তায় ছড়িয়ে খেতে থাকে হাতিটি। আতঙ্কিত গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ এই দৃশ্য দেখে খবর দেয় বনদফতরে। তবে তার আগেই গ্রামবাসীদের একাংশের তাড়া খেয়ে হাতিটি জঙ্গলে ঢুকে পড়ে। চিলগোড়া, শির্ষী সহ পাশাপাশি গ্রাম গুলিতে হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।