Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ইচ্ছে করলে আরও মাসখানেক থাকতে পারতেন। সভাপতিত্ব করতে পারতেন জুলাইয়ের শেষ দিকে আই সি সি-র বার্ষিক সাধারণ সভায়। কিন্তু তিনি যে শশাঙ্ক মনোহর। যা ভাবেন তাই করেন। নিজের জায়গা থাকে তাঁকে সরানো যায় না। তাই তিনি তিরিশে জুনের পর এক দিনও আই সি স-র ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান পদে থাকতে চাইলেন না। মঙ্গলবারই তাঁর শেষ দিন বলে জানিয়ে দিলেন সবাইকে। এবং আই সি স-র সদস্য দেশগুলিকে ই মেলে ধন্যবাদও দিয়ে দিলেন। যার অর্থ ২ জুলাই সভাতেও তিনি থাকছেন না। সেই সভায় সভাপতিত্ব করবেন সিঙ্গাপুর ক্রিকেট আ্যাসোসিয়েশনের কর্তা ইমরান খোয়াজা।
এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শশাঙ্ক মনোহরের জবঘায় আই সি সি প্রেসিডেন্ট কে হবেন? সৌরভ গাঙ্গুলিকে অনেকের পছন্দ। এই তালিকায় আছেন ডেভিড গাওয়ার থেকে ইয়ান চ্যাপেল। কিন্তু ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এই মুহুর্তে ভারতীয় বোর্ডেই মনোসংযোগ করতে চান সৌরভ। লোধা কমিটির সুপারিশ মানলে তাঁর মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে। সেই মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে বোর্ড থেকে আবেদনও করা হয়েছে। যার অর্থ সৌরভ এখনই আই সি সি-র কথা ভাবছেন না।
ইতিমধ্যেই ইংল্যান্ডের কলিন গ্রেভস জানিয়ে দিয়েছেন তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এত দিন অবধি তাঁর নামই শোনা যাচ্ছিল। কিন্তু সোমবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন জানিয়েছেন তিনিও নির্বাচনে লড়তে চান। তাঁর নাম প্রস্তাব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আই সি সি-র প্রেসিডেন্ট হয়ে আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করাই তাঁর লক্ষ্য। এখন দেখতে হবে ১৬টি দেশের মধ্যে অন্তত ১১টি দেশের ভোট তিনি পান কি না। শেষ পর্যন্ত ক্যামেরন জিতবেন কি না সেটা অন্য প্রশ্ন হলেও আই সি সি প্রেসিডেন্ট নিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে তা মনে হয় বলে ফেলা যায়।
17th January, 2021 09:02 pm
16th January, 2021 04:35 pm
11th December, 2020 09:06 am
25th September, 2020 04:39 pm